সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন উপদেষ্টা হিসেবে নিযুক্তি হয়েছেন বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ তাজ উদ্দিন।
গত ১২ ফেব্রুয়ারি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে এ পদে নিয়োগ প্রদান করেন।
সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য মোহাম্মদ তাজ উদ্দিন। করোনা মহামারিকালে দেশে প্রথমবারের মত ভার্চুয়াল কোর্ট চালু হলে মোহাম্মদ তাজ উদ্দিন দেশের প্রথম আইনজীবী হিসেবে ভার্চুয়াল কোর্টে শুনানি পরিচালনা করেন।
মোহাম্মদ তাজ উদ্দিন সাংবাদিক পেশায়ও নিয়োজিত ছিলো অনেক দিন। ২০০০ সাল থেকে বিভিন্ন সময় তিনি কাজ করেছেন বিভিন্ন স্থানীয়, জাতীয় ও আর্ন্তজাতিক গণমাধ্যমে। সিলেট প্রেসক্লাব কার্যকরী কমিটির নির্বাচিত সদস্য, বিদেশি গণমাধ্যম কর্মীদের সংগঠন ওভারসিজ করেসপন্ডেন্ট এসোসিয়েশন, সিলেট (ওকাস)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ছিলেন তাজ উদ্দিন।