কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের কোম্পানীগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জীবন আহমেদ (২৮) নামে এক চালকের মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জীবন আহমেদ কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের শিলেরভাঙ্গা গ্রামের জহর আলীর ছেলে।
জানা যায়, জীবন আহমেদ হাইট্রলিক ড্রাম ট্রাক নিয়ে সিলেট থেকে ভোলাগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তেলিখাল ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা পাথরভর্তি একটি ট্রাকের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন জীবন। তাকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, দুর্ঘটনাকবলিত ২টি গাড়ি দুমড়েমুচড়ে গেছে। লাশ এখনও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ আছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।