সিলেট মহানগর যুবলীগ নেতা গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯। তাদের একটি টিম রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকালে সিলেটের জালালাবাদ থানাধীন করেরপাড়া গোয়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত হেলাল মিয়া (৪০) সিলেট মহানগর যুবলীগের সহদপ্তর সম্পাদক ও এয়ারপোর্ট থানাধীন কড়েরপাড়ার মৃত সুলতান মিয়ার ছেলে। 

গত বছরের ২৭ অক্টোবর বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার অন্যতম আসামি হেলাল।

গ্রেফতারের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

এসব তথ্য নিশ্চিত করেছেন র‍‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মো. মশিহুর রহমান সোহেল।