কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সোয়া কোটি টাকার ভারতীয় পশু ও পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাহিনীটির সিলেট ৪৮ ব্যাটালিয়নের কয়েকটি বিওপি’র টহল দল রবিবার দিবাগত রাত ও সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে এসব জব্দ করে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, দমদমিয়া এবং বাংলাবাজার বিওপি’র টহল দল অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, মহিষ, জিরা, গরু, পিয়াজ, চকলেট বডি স্প্রে, চিনি, বিভিন্ন প্রকার ক্রিম, ফেসওয়াস, সাবান, হেয়ার জেল, শ্যাম্পু ও বিয়ার জব্দ করে।
এছাড়া দেশের অভ্যন্তরে অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত ট্রলিও জব্দ করে বিজিবি।
এসবের মূল্য ১ কোটি ২৫ লাখ ৫৩ হাজার ৩৩০ টাকা।
এসব জব্দের বিষয়ে পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে বিজিবি।