সিলেটে আ. লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুজন গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন-  সিলেটের গোয়াইনঘাট উপজেলার সুলতানপুর গ্রামের আশরাফ আলীর ছেলে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুফিয়ান এ পান্না (৪৬) এবং সিলেট মহানগরের মিরাপাড়া ১১৬/এ এর মৃত খলিলুর রহমানের ছেলে ও ৩২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম (৫১)।

পরে বুধবার বিকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।