সিলেটে হোটেল বাগদাদে লা শ

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেট মহানগরের বন্দরবাজার এলাকার লালবাজারের হোটেল বাগদাদ (আবাসিক) থেকে শামসুল আলম (৫০) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে হোটেলটির একটি কক্ষ থেকে লাশ উদ্ধার করা হয়।

শামসুল রাজধানী ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা। তিনি একজন ব্যবসায়ী বলে জানা গেছে। 

পুলিশ জানায়, গত ১৩ ফেব্রুয়ারি ব্যবসায়ীক কাজে ঢাকা থেকে সিলেটে আসেন এবং বাগদাদ হোটেলে উঠেন। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তিনি তার কক্ষের দরজা না খুললে ও ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন হোটেল কর্তৃপক্ষ। পরে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ হোটেলটিতে এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

মরদেহটি মেঝেতে পড়েছিলো বলে জানায় পুলিশ। তবে দেহে কোনো আঘাতের চিহ্ন নেই।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।  

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক কওমি কণ্ঠকে জানান- নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে লাশ হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে বুঝা যাচ্ছে- এটি স্বাভাবিক মৃত্যু।