- সিয়ানাহ ট্রাস্টের বৈঠকে ফিতরাহ সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ ৩৩০০ টাকা নির্ধারণ
কওমি কণ্ঠ রিপোর্টার :
আসন্ন ঈদুল ফিতরে (১৪৪৬ হিজরির) ফিতরাহ নির্ধারণ উপলক্ষে সিয়ানাহ ট্রাস্টের এক বিশেষ বৈঠক শনিবার (৮ মার্চ) রাতে সিলেট মহানগরের আম্বরখানাস্থ ট্রাস্টের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান মুফতি জিয়াউর রহমান।
সিলেটের চলতি বাজারদরের ভিত্তিতে ফিতরাহ নির্ধারণে মতামত দেন ট্রাস্টের শুরা সদস্যরা।
বৈঠকে উপস্থিত ছিলেন মুফতি দানিয়াল মাহমুদ তাকওয়া, মুফতি সায়েম কাসিমি, মাওলানা আসআদ বিন সিরাজ, মাওলানা আব্দুল্লাহ আল মনসুর, মাওলানা সাদিকুর রাহমান ও ডা. হাবিবুর রহমান।
বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়- এ বছর সিলেটে জনপ্রতি সর্বনিম্ন ফিতরাহ ১০০ টাকা এবং সর্বোচ্চ ৩৩০০ টাকা নির্ধারণ করা হবে।
বৈঠকে জানানো হয়- শারঈ বিধান অনুযায়ী ফিতরাহ নির্ধারণ করা হয় প্রধানত চারটি। সেগুলো হচ্ছে- গম, যব, খেজুর ও কিশমিশ। বাজারমূল্যের পরিবর্তনের কারণে প্রতিবছর ফিতরাহর পরিমাণও সামান্য পরিবর্তিত হয়।
সিয়ানাহ ট্রাস্টের পক্ষ থেকে সকল সামর্থ্যবান মুসলমানদের যথাসময়ে ফিতরাহ আদায়ের আহ্বান জানানো হয়- যাতে গরিব ও অসহায় মানুষেরাও ঈদের আনন্দে শামিল হতে পারে।