প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক বিশিষ্ট কবি, লেখক, সাংবাদিক ফারুক ওয়াসিফ দু’দিনের সফরে সিলেটে এসেছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে একটি ফ্লাইটে তিনি ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছেন।
তাঁর সঙ্গে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও বাংলাদেশ ফেডারেশ সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-র সভাপতি বিশিষ্ট পেশাজীবী নেতা ওবায়দুর রহমান শাহীন।
সিলেটে পিআইবি মহাপরিচালকের দুদিনের কর্মসূচির মধ্যে রয়েছে- সোমবার সকালে ‘সাংবাদিকতা কার জন্য?’-বিষয়ক সেমিনার ও মঙ্গলবার সকালে সিলেটে ৩ দিনের সাংবাদিকতার প্রশিক্ষণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ।