কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবৈধ উপায়ে নিয়ে আসা স্বর্ণসহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-২৪৮-এ করে দুবাই থেকে আসা যুবক আলিম উদ্দিনকে (৩৬) আটক করা হয়। সকাল ৯টা ২২ মিনিটে ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে এসে নামে।
আলিম উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার গহরা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, আলিম উদ্দিন দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের যাত্রী ছিলেন। তাঁর বাড়ি সিলেটে হলেও তিনি রাজধানী ঢাকায় অবতরণের টিকিট করেছিলেন। কিন্তু ফ্লাইটটি ৯টা ২২ মিনিটে সিলেটে অবতরণের পর তাঁকে বিমানের ভেতর থেকে নামিয়ে আনেন কাস্টমস ও এনএসআইয়ের গোয়েন্দারা। পরে স্ক্যানারে পরীক্ষার মাধ্যমে তাঁর পরণের কাপড়ে সোনা গলিয়ে আনার বিষয়টি ধরা পড়ে।
জিজ্ঞাসাবাদেও আলিম উদ্দিন বিষয়টি স্বীকার করেন। তল্লাশিকালে তার পরিহিত চারটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি শার্ট, প্যান্টসহ আটটি কাপড়ে স্বর্ণের অস্তিত্ব ধরা পড়ে। পরে এগুলো জব্দ করা হয়।
গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, আলিমের সঙ্গে একই বিমানে আরেকজন সোনা চোরাচালানকারী ছিলেন। তাঁকে ঢাকা বিমানবন্দরে আটক করা হয়েছে।
সিলেট কাস্টমসের সহকারী কমিশনার (অতিরিক্ত দায়িত্ব বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ) ইনজামাম-উল-হক শুক্রবার সন্ধ্যায় কওমি কণ্ঠকে বলেন- কাপড় থেকে এখন পর্যন্ত সব স্বর্ণ আলাদা করা যায়নি। কাজ চলমান। আমাদের অনুমান- অন্তত দেড় কেজি স্বর্ণ হবে।
তিনি বলেন- আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    