কওমি কণ্ঠ ডেস্ক :
ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্রবাদী হিন্দুদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কওমি মাদ্রাসাভিত্তিক বৃহৎ রাজনৈতিক দল ইসলামী ঐক্যজোট। দলটি বলছে, একটি স্বাধীন-সার্বভৌম দেশের হাইকমিশনে ভাঙচুর চালানো ও জাতীয় পতাকায় আগুন দেওয়া আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব ও মহাসচিব অধ্যাপক আব্দুল করিম খান এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে দলের এই দুই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা পূর্বপরিকল্পিত এবং হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ। যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি স্পষ্ট হুমকি। পাশাপাশি ভারতীয় কিছু গণমাধ্যমে অব্যাহত অপপ্রচার উগ্রবাদী গোষ্ঠীগুলোকে আরও উসকে দিচ্ছে। এসব উদ্বেগজনক ঘটনা কূটনৈতিক রীতি-নীতির প্রতি আঘাত।
তারা আরও বলেন, আমরা মনে করি এসব ঘটনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনষ্ট করার এক গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ।
বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এই দেশে সকল ধর্মের মানুষ নিরাপদ। এই সম্প্রীতি নষ্টের গভীর ষড়যন্ত্রকারীদের রুখে দিতে হিন্দু-মুসলিমসহ সকল ধর্ম-বর্ণের মানুষ বদ্ধপরিকর।
ভারত সরকার ও দেশটির জনগণের প্রতি অনুরোধ জানিয়ে ইসলামী ঐক্যজোটের এই দুই শীর্ষ নেতা বলেন, বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি আপনারা শ্রদ্ধাশীল হবেন। আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল যেন উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি না করে। আমরা চাই সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। বাংলাদেশও বিশ্বের সকল দেশের কাছে একই নীতি আশা করে।