সিলেটে মা-রা-মা-রি-তে বৃদ্ধ নি হ ত

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারিতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। দক্ষিণ সুরমার হাজরাই গ্রামে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। 

মো. রুস্তম আলী (৭০) গ্রামের কুটু মিয়ার ছেলে।

এ ঘটনায় নারীসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ঘটনায় জড়িত হলে তাদের আটক করা হবে।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমার কামালবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল কাদির। 

তিনি কওমি কণ্ঠকে বলেন- নিকটাত্মীয় ভাই ইউসুফ আলী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো রুস্তমের। এর জের ধরে আজ (মঙ্গলবার) দুপুরে দুপক্ষের মারামারি হলে প্রতিপক্ষের আঘাতে রুস্ততের মৃত্যু হয়।


মো. আব্দুল কাদির জানান- ময়না তদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে নারীসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জড়িত হলে আটক করা হবে।