মাও. শাহ নজরুল ইসলাম লাইফ সাপোর্টে

  • দোয়া চেয়েছে পরিবার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের কৃতিসন্তান, বিদগ্ধ আলেম, লেখক ও গবেষক- জাতীয় ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচলক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলাম মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। লাইফ সাপোর্টে আছেন তিনি। এ অব্স্থায় তাঁর জন্য দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। 

শাহ নজরুল ইসলামের পারিবারিক সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারি রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তৎক্ষণাৎ তাঁকে সিলেট মহানগরের সোবহানীঘাট এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে নজরুল ইসলামকে মহানগরের আখালিয়া এলাকার একটি হাসপাতালে নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্ট ব্যবস্থায় রাখা হয়। এখন পর্যন্ত তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। 

সিলেটের প্রথিতযশা এই আলেমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা।  

শাহ নজরুল ইসলামের পৈতৃক বাড়ি সিলেট বিভাগের মৌলভীবাজারে। বর্তমানে তিনি পরিবার নিয়ে সিলেটের দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায় বসবাস করেন।

ইমাম সমাজের অভিভাবক শাহ মুহাম্মদ নজরুল ইসলাম সিলেটের ঐতিহ্যবাহী মাদরাসা জামিয়া মাদানিয়া কাজিরবাজার-এর সাবেক কৃতী ছাত্র। তিনি কওমি ও আলিয়া মাদরাসা এবং ইউনিভার্সিটি- এ ত্রিধারায় উচ্চশিক্ষিত। প্রখ্যাত গবেষক, লেখক ও সুবক্তা। তাঁর লেখা প্রকাশিত ব‌ইয়ের সংখ্যা চল্লিশের অধিক।

বর্তমানে তিনি জাতীয় ইমাম প্রশিক্ষণ একাডেমি সিলেটের উপ-পরিচলক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এর আগে শাহ নজরুল ইসলামের ইলামিক ফাউন্ডেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন সুচারুরূপে। কয়েক বছর ধরে সিলেটের এ  কৃতিসন্তানকে ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়ার জোর দাবি উঠলেও এতে কর্ণপাত করেনি বিগত আওয়ামী লীগ সরকার।