দক্ষিণ সুরমায় ৪ দিনে ২ হ-ত্যা-কা-ণ্ড

  • বৃদ্ধ নিহতের ঘটনায় ৩ নারী আটক

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমায় ৪ দিনে দুটি হত্যাকাণ্ড ঘটেছে। একটি আপন ভাইয়ের ভাই ও অপরটি নিকাত্মীয়ের কাছে বৃদ্ধ নিহতের ঘটনা। এর মধ্যে একটি ঘটনায় ৩ নারীকে আটক করেছে পুলিশ। 

জানা যায়, সিলেটের দক্ষিণ সুরমার হাজরাই গ্রামে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারিতে মো. রুস্তম আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি এ গ্রামের কুটু মিয়ার ছেলে।

এ ঘটনায় ৩ নারীকে আটক করা হয়েছে।

দক্ষিণ সুরমার কামালবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস. আই মো. আব্দুল কাদির কওমি কণ্ঠকে জানান- নিকটাত্মীয় (ভাই) ইউসুফ আলী ও তার পরিবারের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো রুস্তমের পরিবারের। এর জের ধরে মঙ্গলবার দুপুরে দুপক্ষের মারামারি হলে প্রতিপক্ষের আঘাতে রুস্তমের মৃত্যু হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান মঙ্গলবার রাতে কওমি কণ্ঠকে বলেন- এ ঘটনায় ৩ নারীকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এর আগে ২২ ফেব্রুয়ারি রাতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের ভরাউট গ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহত হন। এ ঘটনায় মঙ্গলবার সকালে নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত অভিযুক্ত কেউ গ্রেফতার হননি।

মামলায় নিহতের ছোট ভাই মো. কালাম মিয়া ও তার স্ত্রীকে আসামি করা হয়েছে।

নিহত মো. খসরু মিয়া (৩০) ভরাউট গ্রামের মনফর আলীর ছেলে।

জানা যায়, ২২ ফেব্রুয়ারি রাতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ছোট ভাই মো. কালাম ও বড় ভাই খসরু মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় মো. কালাম খসরু মিয়াকে আঘাত করলে তিনি মাথায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে  সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরদিন (রোববার) রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খসরু মিয়া। 

অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে কওমি কণ্ঠকে জানান দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান।