সুনামগঞ্জে বাস উল্টে পর্যটক মা-মেয়ে নি হ ত

কওমি কণ্ঠ রিপোর্টার, সুনামগঞ্জ :

সুনামগঞ্জে বাস খাদে পড়ে মা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার-সংলগ্ন ইনাতনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকার বাসিন্দা আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তাঁর মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। তাদের পরিবার সুনামগঞ্জের পর্যটনকেন্দ্র টাংগুয়ার হাওরে ঘুরতে যাচ্ছিলেন। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের লি.-এর ১১ উচ্চপদস্ত কর্মকর্তা মামুন স্বপরিবারে  সেঁজুতি ট্রাভেলস-এর একটি বাসযোগে (১৫-৬০৮২) সুনামগঞ্জের টাংগুয়ার হাওরে ঘুরার উদ্দেশ্যে রওনা দেন। বাসটি ইনাতনগর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে খাদে পড়ে যায়। এসব বাস উল্টে চাপা পড়ে ঘটনাস্থলেই মনজুরা আক্তার ও আয়েশা সিদ্দিকা নিহত হন।

এ দুর্ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। 

খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভি,  থানাপুলিশ ও জয়কলস হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী। 

(রিপোর্ট : মো. আব্দুল হালিম)