মাহমুদুর নামে ঢাকায় দাফন করা সেই লাশ সিলেটের হারিছ চৌধুরীর

কওমি কন্ঠ ডেস্ক :


২০২১ সালে সাভারে মাহমুদুর রহমান নামে দাফন করা সেই লাশটিই বিএনপিনেতা হারিছ চৌধুরীর। পরিচয় নির্ধারণের জন্য কবর থেকে তার লাশ তুলে করা ডিএনএ টেস্ট মেয়ে সামিরা চৌধুরীর সঙ্গে মিলেছে। এখন পরিবারের পছন্দমতো কবরস্থানে হারিছ চৌধুরীর মরদেহ দাফন করা যাবে।

এ বিষয়ে প্রতিবেদন দাখিলের পর বুধবার (৪ ডিসেম্বের) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর সাভারের জামিয়া খাতামুন নাবিয়্যিন মাদ্রাসার কবরস্থানে মাহমুদুর রহমান নামে দাফন করা  লাশটি তুলে ডিএনএ টেস্ট করতে নির্দেশ দেন হাইকোর্ট।

নির্দেশ অনুসারে, গত ১৬ অক্টোবর কবর থেকে লাশটি তুলে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে ইতিবাচক ফল আসে, যার মধ্য দিয়ে হারিছ চৌধুরীর প্রকৃত পরিচয় নিশ্চিত হয়।

আইনজীবী মাহদীন চৌধুরী বলেন, হারিছ চৌধুরীর মেয়ের সঙ্গে ডিএনএ মিলেছে। অর্থাৎ, মাহমুদুর রহমান নামে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী। লাশ এখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে রয়েছে। বীর মুক্তিযোদ্ধা হিসেবে যথাযথ সম্মান দিয়ে তাকে তার পরিবারের ইচ্ছা অনুযায়ী দাফন করার অনুমতি দিয়েছেন আদালত।