কওমি কণ্ঠ রিপোর্টার :
চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সিলেটে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন সাংবাদিক এটিএম তুরাব। এ ঘটনায় দায়েরকৃত হত্যা মামলাটি পিবিআই’র পাশাপাশি তদ্ন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও। এ ট্রাইব্যুনালের তদন্তকারী টিম দ্বিতীয়বার এসেছেন সিলেটে।
জানা গেছে, তদন্তের অংশ হিসেবে বুধবার (১৬ এপ্রিল) দুপুরে ঘটনাস্থল সিলেট মহানগরের কোর্ট পয়েন্ট ও মধুবন সুপার মার্কেট সংলগ্ন স্থানটি দ্বিতীয়বার পরিদর্শন করে ট্রাইব্যুনাল টিম।
এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার) তারেক আব্দুল্লাহ, ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর শাহ আলম, আসলাম উদ্দিন ও সিলেট পিপিআইয়ের তদন্ত কর্মকর্তা পরিদর্শক মোহাম্মদ মুরসালিন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই টিম গত ৩ দিন সিলেট-হবিগঞ্জ ও গোলাপগঞ্জের বিভিন্ন মামলার ঘটনাস্থল পরিদর্শন এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন।
জুলাই হত্যাকাণ্ডে সারা দেশের প্রায় ৩ শতাধিক মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সংযুক্ত করা হয়েছে। যার মধ্যে সিলেটের শহীদ সাংবাদিক এটিএম তুরাবের মামলাটি রয়েছে। এছাড়াও সিলেটের গোলাপগঞ্জ এবং হবিগঞ্জের দু’টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৯ জুলাই কোর্ট পয়েন্ট ও মধুবন সুপার মার্কেট সংলগ্ন এলাকায় পুলিশের গুলিতে নিহত হন দৈনিক নয়া দিগন্তের সিলেট ব্যুরো প্রধান এটিএম তুরাব। ৫ আগস্টের পর নিহতের ভাই বাদী হয়ে আদালতে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার হয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের তৎক্ষালীন সহকারী কমিশনার সাদেক কাউসার দস্তগীর ও পুলিশ কনস্টেবল উজ্জল সিনহা কারাগারে রয়েছেন।