কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) অপসারিত মেয়র আনোয়ারুজ্জামানের এক ঘনিষ্টজনকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকের পর তার বিরুদ্দে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
নুর উদ্দিন নামের এ যুবককে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট এয়ারপোর্টে আটক করা হয়। পরে থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
জানা যায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তিতুলিয়া গ্রামের সামির আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী নুর উদ্দিন লন্ডনে অবস্থানরত সিসিকের অপসারিত মেয়র আনোয়ারুজ্জামানের ঘনিষ্টজন। পরিবার নিয়ে যুক্তরাজ্যে ফেরত যেতে তিনি শুক্রবার সকালে এয়াপোর্টে যান। এর আগে তার বিরুদ্ধে ৫ আগস্টের পূর্বে নাশকতায় মদদ দেওয়ার অভিযোগ উঠে। অভিযোগ পেয়ে এয়ারপোর্টে নুর উদ্দিনকে আটক করে সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়। তবে তার পরিবারের লোকজনকে নির্দিষ্ট ফ্লাইটেই যেতে দেওয়া হয়।
পরে থানায় নূরকে প্রায় ৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই করে পুলিশ। তবে সত্যতা না পেয়ে তাকে ছেড়ে দেওয়া।
নুর উদ্দিন আজ (শনিবার) সকালে যুক্তরাজ্যের উদ্দেশে যাত্রা করেছেন বলে কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আনিসুর রহমান।
একটি সূত্র কওমি কণ্ঠকে জানিয়েছে, নূর উদ্দিনের সঙ্গে তার এলাকার কয়েকজনের জায়গা সংক্রান্ত বিরোধ রয়েছে।