- সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস-অটোরিকশা সং ঘ র্ষে অটোরিকশার ৫ যাত্রী হতাহত
কওমি কণ্ঠ রিপোর্টার :
সুনামগঞ্জ-সিলেট সড়কের শান্তিগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জের আহসানমারা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন ৩ জন।
নিহতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর ফিরোজ আলীর ছেলে আলী নূর (৩৫) ও একই গ্রামের মৃত গোলাব হোসেনের ছেলে জমির হোসন (৩৩)।
আহতরা হলেন- একই গ্রামের আলী আকবর(৩০) আমীর আলী(৪০) ও জনি আহমদ (২২) ।
হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সিলেট ওসমানীনগর উপজেলার উপজেলায় অনুষ্ঠিত একটি উরস থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন আলী নূরসহ ৫ জন। সকাল সাড়ে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের শান্তিগঞ্জ আহসান মারা সেতু এলাকায় পৌঁছলে তাগের অটোরিকশার সঙ্গে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বাসের (ঢাকা-ব ১১৮৬৬২) মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অটোরিকশার চালকসহ ৪ যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে আলী নূর ও জমির হোসেনকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, গুরুতর আহত তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনা ও দুজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ সরকার।