কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের গোয়াইনঘাট থানার একটি চাঁদাবাজি মামলার প্রধান আসামি কামরুল ইাসলামকে গ্রেফতার করেছে র্যাব-৯।
তাদের একটি টিম শনিবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুড়া গ্রামস্থ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। কামরুল এ গ্রামের মৃত কুস্তর আলীর ছেলে।
শনিবার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
তিনি জানান- গ্রেফতারের পর কামরুলকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।