কওমি কণ্ঠ রিপোর্টার :
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে বাসভাড়া নিয়ে মারামারি জেরে সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস চলাচল বন্ধ রেখেছেন গণপরিবহন শ্রমিকরা। সোমবার (৪ আগস্ট) সকাল থেকেই এই বাস ‘ধর্মঘট’ চলছে। এসে সিলেট-সুনামগঞ্জ সড়কে চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
জানা গেছে, রোববার (৩ আগস্ট) সকালে সুনামগঞ্জ জেলা শহর থেকে সিলেটগামী একটি বাসে সুবিপ্রবির শিক্ষার্থীরা শান্তিগঞ্জের অস্থায়ী ক্যাম্পাসে যাওয়ার সময় ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কন্ট্রাক্টরের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাদের মাঝে হাতাহাতিও হয়।
পরিবহন শ্রমিকদের দাবি- শিক্ষার্থীরা বাস ভাঙচুর করেন এবং ওই বাসের হেল্পার ও চালককে করেন। এর প্রতিবাদে রোববার বিকালে তারা প্রায় ২ ঘণ্টা সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করেন। এতে উভয়দিকের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
পরে পুলিশ হস্তক্ষেপে বিকেল পাঁচটার দিকে অবরোধ তুলে নেন পরিবহন শ্রমিকরা।
তবে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে সোমবার থেকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে অনির্দিষ্টকালের বাস চলাচল বন্ধ রাখার ডাক দেন শ্রমিকরা।
সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবর রাজন সুনামগঞ্জ পরিবহন শ্রমিক নেতাদের বরাত দিয়ে সোমবার সকালে কওমি কণ্ঠকে বলেন- শুধু সিলেট-সুনামগঞ্জ সড়কে এ কর্মবিরতি চলছে, পুরো বিভাগে নয়।