কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের পূর্ব দরগাহ গেইট এলাকা থেকে ফেনসিডিলসহ ৩ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
তাদের একটি টিম রোববার দিবাগত (৩ মার্চ) রাত দেড়টার দিকে সিলেট কোতয়ালি থানাধীন পূর্ব দরগাহ গেইট এলাকা থেকে এ ৩ জনকে আটক করা হয়।
আটকরা হলেন- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রাজনগর হাট গ্রামের মঞ্জব আলীর ছেলে অলিউর রহমান পারভেজ (৩১), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া গ্রামের আব্দুল মোনাফের ছেলে মো. টিপু আহমদ (৪২) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বিলাজুর গ্রামের ধরনী বিশ্বাসের ছেলে রতন বিশ্বাস (২০)।
আটককালে তাদের কাছ থেকে ৩৮৮ বোতল ফেনসিডিল ও মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে র্যাব।
এসব তথ্য জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি মশিহুর রহমান সোহেল।