তরুণরাই দেশের ‘পাইপলাইন’ : সিলেটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

কওমি কণ্ঠ ডেস্ক :

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন- সরকারের বিভিন্ন নীতি প্রণয়নে উদ্ভাবনী দক্ষতা ও সৃজনশীলতা দিয়ে তরুণরা পথ দেখাবে।

রবিবার (৭ সেপ্টেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত চতুর্থ ‘শিল্পবিপ্লব: বাংলাদেশের উদ্ভাবনী সম্ভাবনা ও প্রয়োগ ক্ষেত্র’-শীর্ষক জাতীয় নীতি প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন- এ ধরণের প্রতিযোগিতা দেশের জন্য আশা জাগানিয়া। নীতি প্রণয়নে তরুণদের সম্পৃক্ত করা জরুরি, কারণ তারা তথ্যপ্রযুক্তির গতিশীল পরিবর্তনের সঙ্গে সহজে খাপ খাওয়াতে সক্ষম। এই রূপান্তরকে পলিসি মেকিংয়ের সঙ্গে যুক্ত করতে হবে।

তিনি তরুণরা দেশের ‘পাইপলাইন’ উল্লেখ করে বলেন- প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ প্রতিযোগিদের বিজয় প্রমাণ করে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব যোগ্যদের হাতেই যাচ্ছে। যারা স্টার্টআপ নিয়ে কাজ করছে, তাদের উদ্যোগকে একাডেমিক ক্রেডিটে অন্তর্ভুক্ত করা, উন্নত কানেক্টিভিটি সুবিধা দেওয়া এবং বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা উচিত।

নীতি বাস্তবায়নের চ্যালেঞ্জ প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দেশের লিগ্যাল গাইডলাইনের মধ্যে থেকে নীতি বাস্তবায়ন একটি বড় চ্যালেঞ্জ। তরুণদের উপস্থাপিত নীতি-প্রস্তাব নাগরিক পর্যায়ে গুণগত ও পরিমাণগত জরিপের মাধ্যমে যাচাই করে তার কার্যকারিতা নিশ্চিত করতে হবে।

শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসাইন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং স্টার্টআপ বাংলাদেশের স্বতন্ত্র পরিচালক তানভীর আলি।

(মূল রিপোর্ট : ইমজানিউজ)