- আগামী ৭ এপ্রিল সম্ভাব্য তারিখ
কওমি কণ্ঠ রিপোর্টার :
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অধিকৃত ভূমি সংক্রান্ত বিষয়ে জমির মালিকদের নিয়ে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ে মঙ্গলবার (৪ মার্চ) শুনানি অনুষ্ঠিত হয়নি। আগামী ৭ এপ্রিল সম্ভাব্য চূড়ান্ত শুনানির দিন ধার্য্য করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে জামির মালিকদের নিয়ে শুনানির কথা থাকলেও আইনি জটিলতা থাকায় তা সম্ভব হয়নি। পরে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে সময় চেয়ে আগামী ৭ এপ্রিল শুনানির তারিখ ধার্য করেন।
মঙ্গলবারের বৈঠকে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ ছাড়াও উপস্থিত ছিলেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজুর রহমান।