কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট জেলার ওসমানীনগরে গভীর রাতে অস্ত্রসহ দুই ডাকাত জনতার হাতে আটক হয়েছে। রোববার দিবাগত (১৭ মার্চ) রাত সোয়া ৩টার দিকে উপজেলার সোয়ারগাঁওয়ে এক ব্যক্তির বাড়ির সামনে থেকে এ দুজনকে আটক করা হয়।
পরে তাদের উত্তম-মধ্যম দেন জনতা।
খবর পেয়ে থানাপুলিশ ঘটনাস্থলে গেলে দুই ডাকাতকে তাদের হাতে হস্তান্তর করেন স্থানীয়রা।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে কওমি কণ্ঠকে বলেন- মারধরে দুজন জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। বেশ আহত অবস্থায় তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো নাম-ঠিকানা জানা যায়নি।