সিলেট জেলা বিএনপি নেতা তারিয়াং স্টারলিনের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ

কওমি কণ্ঠ ডেস্ক :

সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক তারিয়াং স্টারলিন-এর নেতৃত্বে একটি চক্র গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জের বালু-পাথর লুট করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার(১৪ আগস্ট) সিলেটের জেলা প্রশাসক বরাবরে লিখিত আকারে এ অভিযোগ দায়ের করেন গেয়াইনঘাট উপজেলার সানকিভাঙ্গা হাওর দক্ষিণ পাড়ার জনৈক লাল মিয়া।

অভিযোগে উল্লেখ করা হয়, সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক জালংয়ের তারিয়াং স্টারলিন নিজেকে বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দিন আহমেদের ঘনিষ্টজন পরিচয় দিয়ে  একটি পাথরখেকো সিন্ডিকেট গড়ে তুলেছেন। সিন্ডকেটের অন্য সদস্যরা হচ্ছেন- বিএনপি নেতা পরিচয় দানকারী গোয়াইঘাটের লেঙ্গুড়া গ্রামের সায়াদ মেম্বার, গেয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন, বিএনপি নেতা জাফলংয়ের শাহাপরান ও লেঙ্গুড়া গ্রামের সাবেক মেম্বার বুলবুল সহ আরও কয়েকজন।

তারা নিজেেদেরকে অঘোষিত সরকার দল দাবি করে গোয়াইনঘাট থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে জাফলং ইসিএ এলাকাসহ বিভিন্ন কোয়ারী থেকে বালু পাথর ও সাদাপাথর উত্তোলন এবং বিক্রি করে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা কামাই করছেন। ধ্বংস করছেন দেশের বৃহত্তর পর্যটন কেন্দ্র জাফলংয়ের মনোরম পরিবেশ ও নিরাপদ প্রতিবেশ।

পাথর খেকোরা বে-আইনীভাবে জৈন্তাপুর উপজেলার বালুমহাল সারি-১ এর ইজাদার মেসার্স কামরুল ইসলাম চৌধুরীর ইজারা রসিদ ব্যবহার করে নিষিদ্ধ এলাকাগুলো থেকে বালু ও পাথর উত্তোলন সহ দৈনিক  লাখ লাখ টাকা চাঁদাবাজি করছেন। 

লিখিত অভিযোগে পর্যটন কেন্দ্র জাফলং সহ এলাকার পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় পাথরখেকো তারিয়াং সিন্ডিকেটের বিরুদ্ধে আশু ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানানো হয়েছে।

সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।