- গাড়ি পুড়িয়ে দিলেন ক্ষুব্ধ জনতা
কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মোকামবাজারে ডাকাত সন্দেহে ৩ জনকে আটক করেছেন স্থানীয় জনতা।
মঙ্গলবার দিবাগত (৫ মার্চ) রাত ২টার দিকে তাদের আটক করা হয়। এসময় তাদের সঙ্গে থাকা একটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা।
রাত আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মোকামবাজারের একটি দোকানের ভেতরে ৩ জনকে আটকে রাখা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে গোলাপগঞ্জ থানাপুলিশ।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে সিলেটের গোলাপগঞ্জ ও বিশ্বনাথে ডাকাত আতঙ্ক দেখা দেয়। এই দুই উপজেলার মানুষ বেরিয়ে আসেন রাস্তায় এবং পাহারা দিতে থাকেন। এছাড়া অনেক মসজিদের মাইকে ঘোষণা দিয়েও ডাকাতদের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়।
রাত ১টার দিকে গোলাপগঞ্জ থানার ওসি মো. মনিরুজ্জামান মোল্যা কওমি কণ্ঠকে জানান- ডাকাতদের হানা দেওয়ার খবর পেয়ে আমরা বাড়তি টহল শুরু করেছি। সতর্ক রয়েছে পুলিশ।
পরে রাত ৩টায় ৩ জন আটকের বিষয় নিশ্চিত করে ওসি কওমি কণ্ঠকে বলেন- ঘটনাস্থলে হাজারো উত্তেজিত জনতা, তাই সেনাবাহিনী আসছে। আসলে তাদের বের করা হবে।