কওমি কণ্ঠ রিপোর্টার :
আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা-সিলেটসহ দেশের বিভিন্ন এলাকা। বুধবার (৫ মার্চ) বেলা ১১টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের সময় আতঙ্কে বাসা-বাড়ি থেকে বেরিয়ে আসেন অনেকে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৪৪৯ কিলোমিটার।
উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। এটি মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে বিবেচিত বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের এ কর্মকর্তা।
এ নিয়ে গত ১০ দিনে চার বার দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।