কওমি কণ্ঠ রিপোর্টার :
চাঁদাবাজির অভিযোগ উঠায় সিলেটে আরেক যুবদল নেতা বহিষ্কার হয়েছেন দল থেকে। এবার বহিষ্কৃত নেতার নাম কাওছার আহমদ জুম্মান। তিনি জেলা যুবদলের সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ছিলেন।
বুধবার (৫ মার্চ) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে সিলেট জেলা যুবদলের সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাওছার আহমদ জুম্মানকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হলো। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এ বহিষ্কারের আদেশ দিয়েছেন।
এর আগে সিলেট মহানগরের লালাদিঘীরপাড়ের এক ব্যবসায়ীর বাসায় গিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠে যুবদলের বহিষ্কৃত এ নেতার বিরুদ্ধে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যার পর এক ভ্রাম্যমাণ ক্ষুদ্র ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের ঘটনায় ওই রাতেই সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়দীপ চৌধুরী মাধবকে বহিষ্কার করে দল। পরে তিনি ক্ষুদ্র ব্যবসায়ীর দায়েরকৃত মামলায় গ্রেফতারও হন।
এদিকে, যুবদলের শৃঙ্খলাবিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকার বিষয়টিকে সাধুবাদ জানাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল। তারা বলছেন- এভাবে শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকলে যুবদলের নেতাকর্মীরা অপরাধে জড়ানো থেকে নিজেদের বিরত রাখবেন।