ছাত্র আন্দোলন : একাধিক হত্যা মামলার আসামি সভা করছেন, জানে না পুলিশ!

কওমি কণ্ঠ ডেস্ক :


রাজধানীর মোহাম্মদপুরে নাগরিক মতবিনিময় সভায় বৈষম্যবিরোধী আন্দোলনে হওয়া একাধিক হত্যা মামলার আসামি সারোয়ার খালিদ উপস্থিত হয়ে বাসিন্দাদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন। তবে এ ঘটনার কিছুই জানা নেই বলে দাবি পুলিশের।


এ ঘটনার পর থেকে হত্যা মামলার আসামি আটকে পুলিশের ভূমিকা নিয়ে সামাজিক মাধ্যম ও পুরো এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউন এলাকার সি-ব্লকের বাসিন্দাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন বাড়ির মালিক জানান, আমাদের চন্দ্রিমা মডেল টাউন সি ব্লকে বাসিন্দাদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিলো। সে অনুষ্ঠানে হঠাৎ করে বৈষম্যবিরোধী আন্দোলনে হওয়া একাধিক হত্যা মামলার আসামি বক্তব্য দিয়েছে। একাধিক হত্যা মামলার আসামি হয়েও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কিভাবে একজন এভাবে ঘুরে বেড়ায়? এখন মতবিনিময় সভায় একজন হত্যা মামলার আসামি আমাদের নসিহত করতে আসে। কোথায় গিয়ে দাঁড়ালো আমাদের অবস্থা।

এ ঘটনায় চন্দ্রিমা রিয়েল এস্টেটের পরিচালক মনির হোসেন খান জানান, আমরা আজকে একটি মতবিনিময় সভার আয়োজন করি। এ আয়োজনে হঠাৎ করে সারোয়ার খালিদ এসে মাইক নিয়েই তিনি বক্তব্য শুরু করেন। তিনি আমাদের দেখাতে চেয়েছেন আমার নামে মামলা হওয়ার পরও আমি প্রকাশ্যেই আছি। এমন ঘটনায় আমরা সবাই বিব্রতবোধ করছি।

এ বিষয়ে ডিএমপি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রুহুল কবির খান জানান, হত্যা মামলার আসামি মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছে। এমন খবর আমাদের জানা নেই। তবে, যেকোনো মামলার আসামি হোক আমরা তাকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাই। এখন যেহেতু বিষয়টি জানতে পেরেছি। আমরা তাকে গ্রেফতারে কাজ করবো।

উল্লেখ্য, এর আগে গত ২ অক্টোবর দুপুরে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। গ্রেপ্তারের পর বিকেলে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করলে পরদিন তাকে আদালতে প্রেরণ করে মোহাম্মদপুর থানা পুলিশ।