কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের জৈন্তাপুরে ব্যাটারিচালিত রিকশার মিশুকের ধাক্কায় এক সেলুন ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জৈন্তাপুরের লালাখাল চতুল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেবব্রত চন্দ্র (৫০) উপজেলার চারিকাঠা ইউনিয়নের পশ্চিম সরুখেল গ্রামের দেবেন্দ্র চন্দ্রে ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দেবব্রত বাড়ি থেকে চতুল বাজারস্থ তার নিজ সেলুনে যাওয়ার পথে পিছন দিক থেকে দ্রুতগামী একটি ব্যাটারিচালিত রিকশা এসে তাকে সজোরে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান।