কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে আসা কোটি টাকারও বেশি টাকার মাদকদ্রব্য ও চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল টিম বৃহস্পতিবার দিবাগত রাত ও শুক্রবার (৭ মার্চ) সকালে এসব পণ্য ও মাদকদ্রব্য জব্দ করে।
শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, তাদের ৪৮ ব্যাটালিয়রে দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, কালাইরাগ, প্রতাপপুর, সোনারহাট, উৎমা, নোয়াকোট, বিছনাকান্দি, সংগ্রাম, তামাবিল ও শ্রীপুর বিওপি’র জওয়ানরা অভিযান চালিয়ে ভারত থেকে আসা বিপুল পরিমাণ সানগ্লাস, শাড়ী, কিসমিস, ক্রিম, চকলেট, মেহেদী, জিলেট গার্ড ব্লেইড, চিনি, হেয়ার অয়েল, সাবান, চাল এবং ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য জব্দ করেন।
জব্দকৃত মাদক ও মালামালের মূল্য ১ কোটি ১৩ লাখ ১২ হাজার ৮৭০ টাকা।