গ্যাংয়ের নাম ‘অবসরপ্রাপ্ত মাফিয়া গ্রুপ’, ৯ কিশোর আটক

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটে ‘অবসরপ্রাপ্ত মাফিয়া গ্রুপ’ নামক কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে পুলিশ।

সিলেট মহানগরের চারাদিঘীরপারসহ বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- রবিবার (২১ ডিসেম্বর) রাত ১২টার দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির একটি টিম কোতোয়ালি থানাধীন চারাদিঘীরপার এলাকায় অভিযান পরিচালনা করে ‘অবসরপ্রাপ্ত মাফিয়া গ্রুপ’ নামক কিশোর গ্যাংয়ের ১ সদস্যকে ২টি চাকুসহ আটক করে।

তার দেওয়া তথ্যমতে পরবর্তীতে এ গ্রুপের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৮ কিশোরকে আটক করে পুলিশ।

পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।