কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী আব্দুল ওয়াদুদ আলফুকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। রবিবার (৫ অক্টোবর) বিকেলে তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তবে রিমান্ড শুনানির তারিখ ধার্য করেননি আদালত।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রতন শেখ জানান- আলফুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, সাদাপাথর লুটসহ ২৩টি মামলা রয়েছে। তাকে কোম্পানীগঞ্জ ও সিলেট কোতোয়ালি থানার ৬টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তবে রিমান্ড শুনানি পরবর্তীতে হবে।
গত শনিবার বিকাল ৫টায় উপজেলার থানা সদর অফিস থেকে পুলিশ আলফুকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তার মূল বাড়ি সিলেটে দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকায়। সাদাপাথর লুটকাণ্ডে দুর্নীতি দমন কমিশনের তদন্ত প্রতিবেদনে তার নাম আছে।