শাহ মমশাদ আহমদ >>
হিযবুত তাহরীর একটি আন্তর্জাতিক সংগঠন- বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশেও নিষিদ্ধ। এদেশের কোনো মাসলাকের আলেমদের সাথে ওদের সম্পর্ক নেই।
এদের তিনটি আকীদা তুলে ধরছি, আশা করি সকলেই এদের ভ্রান্ততা বুঝতে পারবেন।
১. যে পর্যন্ত কোরআন আকলের বোধগম্য না হয় সে পর্যন্ত তারা কোরআনের আয়াত বিশ্বাস করে না। (এই বিষয়টি তাদের বই “The System of Islam বা Nidham ul Islam” এ রয়েছে)। অথচ কোরআনের প্রত্যেকটি আয়াতকে শর্তহীনভাবে প্রত্যেক মুসলিমকে বিশ্বাস করতে হবে। কেউ যদি কোরআনের একটি মাত্র আয়াত অস্বীকার করে বা বিশ্বাস করবে না সে আর মুসলিম থাকবে না।
২. কবরের আযাবকে তারা বিশ্বাস করে না। অথচ এই বিষয়ে সহীহ হাদীস ও কোরআনের আয়াত রয়েছে। রাসূল ﷺ নামাজে শেষ বৈঠকে কবরের আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন। মুতাযিলা সম্প্রদায়ও এই কবরের আযাবকে বিশ্বাস করতো না।
৩.ওরা ইলমুল কালামে বিশ্বাসী। অর্থাৎ কোরআন এবং হাদীসের উপরে এরা যুক্তিকে প্রাধান্য দেয়।
কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত এই ইলমুল কালাম আকীদাকে অস্বীকার করে। ইমাম আবু হানিফা (রহ) এবং ইমাম শাফেঈ (রহ) এই ইলমুল কালামদের বিদআতী আখ্যায়িত করেছেন এবং যারা ইলমুল কালাম ব্যবহার করতো তাদের শাস্তির ব্যবস্থা নেওয়ার আদেশ দিতেন।
এছাড়াও ইসলাম ও শরীয়াহ পরিপন্থী এদের অনেক বিশ্বাস ও কর্মকাণ্ড রয়েছে। দ্বিতীয় স্বাধীনতার সুযোগে এরা মাথাচাড়া দিয়ে উঠতে চাচ্ছে।
এদের রুখতে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
লেখক :
সিনিয়র মুহাদ্দিস- জামিয়া মাদানিয়া কাজিরবাজার, সিলেট