কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট থেকে যাওয়া এক নারী ইয়াবা ট্যাবলেটসহ আশুগঞ্জে আটক হয়েছেন। ওই নারীর নাম আয়েশা বেগম।
বুধবার (৯ এপ্রিল) সকালে আশুগঞ্জ টোল প্লাজা ফাঁড়ির পুলিশের হাতে আয়েশা আটক হন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের কদমতলি থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় আয়েশার শরীর তল্লাশি করে বিভিন্নভাবে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা জানান- তিনি সিলেটের জকিগঞ্জ থেকে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নারায়ণগঞ্জে যাচ্ছিলেন।
পরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।