বিশ্বনবি’র অবমাননাকারী সোহেল গালিব গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার :

মহানবি হজরত মুহাম্মদ (সা.)-কে নিয় অবমাননাকর কবিতা লেখায় সোহেল হাসান গালিবকে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার একটি দল।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ডিএমপি’র এক অ্যাসিস্ট্যান্ট কমিশনার সংবাদমাধ্যমকে বলেন- নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে বৃহস্পতিবার রাত ৯টার দিকে গালিবকে গ্রেফতার করে ঢাকার মিন্টো রোডের ডিবি অফিসে নেওয়া হয়েছে। শুক্রবার বিকালে তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়।

গালিবের বড় ভাই নাজমুল হুদা সেতু একটি বলেন- গালিবকে পুলিশ নিয়ে গেছে। শুনেছি আজ তাকে আদালতেও তুলেছে।

এবারের বইমেলায় প্রকাশিত একটি বইয়ে গালিবের লেখা একটি কবিতা ঘিরে সমালোচনা শুরু হয়। তিনি ওই কবিতায় বিশ্বনবি সা.-কে নিয়ে অবমাননাকর পঙক্তি লিখেছেন বলে জানা গেছে। 

বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ‘উজান’। তবে তিন দিন ধরে তারা বইমেলার স্টল বন্ধ রেখেছে। শুক্রবার স্টলটি ত্রিপল দিয়ে ঢেকে রাখরতে দেখা যায়। 

উজানের স্টল বন্ধ থাকার বিষয়ে বইমেলা টাস্কফোর্স উপকমিটির আহ্বায়ক সেলিম রেজা বলেন, ‘বইমেলা পরিচালনা কমিটি থেকে কোনও স্টলই বন্ধ করা হয়নি। প্রকাশকই তার স্টল বন্ধ রেখেছেন।’

এর আগে সোহেল হাসান গালিবের বিতর্কিত সেই বই বিক্রি বন্ধ ও নিষিদ্ধ করতে সিলেটসহ সারা দেশে ধর্মপ্রাণ রাস্তায় নেমে আন্দোলন করেন। গালিবের এমন দৃষ্টতার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ২টায় সিলেট মহানগরের বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্টে ‘নির্ভিক কওমিয়ান’র ব্যানারে ‘তাওহিদি জনতাবন্ধন’ কর্মসূচি থেকেও সোহেল হাসান গালিবের শাস্তির জোর দাবি জানানো হয়।