সাবেক কৃষিমন্ত্রীর ভাইয়ের অবৈধ ইটভাটা ধ্বংস

কওমি কণ্ঠ রিপোর্টার, মৌলভীবাজার :

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের ছোটো ভাই এম মোসাদ্দেক আহমেদ মানিক এর ইটভাটা গুড়িয়ে দিয়ে পরিবেশ অধিদপ্তর। শনিবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলার সিদ্দেশ্বরপুরে পরাণধর এলাকায় এস বি ব্রিকস (সাবারী) ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়।

এ অভিযান পরিচালনা করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্র ধর। এতে অংশ নেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম।

অভিযানে কমলগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম জানান, সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদের ছোটো ভাই এম মোসাদ্দেক আহমেদ মানিক। তিনি কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। ভাইয়ের দাপট দেখিয়ে ‘সাবারী ব্রিকস’ পরিচালনা করেছিলেন। যার কোনো বৈধ কাগগপত্র ছিলো না।

এদিকে বিকেলের দিকে শ্রীমঙ্গলে কালাপুর ইউনিয়নের ভৈরববাজারের মাইজদিহি এলাকায় আল মদিনা ও নির্মাণ ব্রিকস’র ভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর জেলার সহকারী পরিচালক মাঈদুল ইসলাম। এ অভিযানে স্থানীয় প্রশাসন সহযোগিতা করে।

পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজার জেলার সহকারী পরিচালক মাঈদুল ইসলাম জানান, এক্সভেটর না থাকায় চিমনিগুলো ভাঙা যায়নি। সারা জেলায় মোট ১৮টি ইটভাটা রয়েছে। অধিকাংশই জেলা প্রশাসকের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে। এর মধ্যে উচ্চ আদালতে ৫টি রিট আছে, বাকিগুলোতে আমরা অভিযান চালাবো।

তিনি জানান, এর আগে কমলগঞ্জের এসকে ব্রিকস ও জেলা সদরের মেসার্স রেইবো ব্রিকস ভেঙে গুড়িয়ে দিয়েছি। রোববার মৌলভীবাজার সদরে অভিযান চালাবো। এ পর্যন্ত জেলায় মোট পাঁচটি অবৈধ ব্রিকস ফিল্ড একেবারে বন্ধ করে দিয়েছি। বোল্ডোজার দিয়ে ভেঙে দিয়েছি।

(নিউজ পাবলিশার : ছনি জান্নাত )