সিলেটে ‘কওমির ইতিহাস ঐতিহ্য ও স্বকীয়তা সংরক্ষণকল্পে পরামর্শ সভা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় মহানগরের দরগাহ গেটের পার্শ্ববর্তী সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হল রুমে এ সভা শুরু হবে। চলবে দুপুর ১টা পর্যন্ত।
পরামর্শ সভায় সিলেটের তরুণ আলেম-সমাজের নেতৃবৃন্দ ও বিভিন্ন মাদরাসার ছাত্ররা এতে অংশগ্রহণ করবেন।
এই সভায় কওমির ইতিহাস ঐতিহ্য ও স্বকীয়তা সংরক্ষণে গুরুত্বপূর্ণ নানা উদ্যোগ ও কর্মসূচি গ্রহণ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।