গণমানুষের সংগঠন খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের প্রথম নির্বাহী বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে নবগঠিত উপজেলা কমিটির পরিচিতি ও দায়িত্ব বন্টন, বার্ষিক পরিকল্পনা গ্রহণ, মাহে রমজানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন শাখায় ইফতার মাহফিল আয়োজন এবং আগামী ১৯ রমজান (২০ মার্চ) বৃহস্পতিবার, শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল সফলের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
শনিবার (৮ মার্চ) চন্ডিপুলস্হ অফিসে উপজেলা সভাপতি সাংবাদিক এম আহমদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি হাবিবুর রহমান আব্দালের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, প্রকাশনা ও তথ্য সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
উপস্থিত ছিলেন- উপজেলা শাখার নবগঠিত কমিটির সম্মানিত দায়িত্বশীলবৃন্দ।
(নিউজ পাবলিশার : ছনি জান্নাত )