জাফলংয়ে নিখোঁজ শ্রমিকের লা শ উদ্ধার

কওমি কণ্ঠ রিপোর্টার : 

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বালু উত্তোলন করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজের দুই দিন পর শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) সকালে জাফলংয়ের নয়াবস্তি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গত সোমবার পানিতে পড়ে নিখোঁজ হয়েছিলেন ওই শ্রমিক। 

নিহতের নাম হরে কৃষ্ণ চন্দ্র দাস (৪৮)। তিনি নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি থানার খলাপাড়া এলাকার মৃত দরুশি চন্দ্র দাসের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে জাফলংয়ের কালিনগর এলাকায় বসবাস করে বালু শ্রমিকের কাজ করতেন।

জানা যায়, গত সোমবার কৃষ্ণ চন্দ্র দাস জাফলংয়ের পিয়াইন নদীতে বালু কাজ করতে যান। এ সময় একপর্যায়ে হঠাৎ করে নৌকা থেকে নদীতে পড়ে যান তিনি। এরপর থেকে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয়রা নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে সেটি কৃষ্ণ চন্দ্র দাসের বলে শনাক্ত করে। 

পরে লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠায় পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল আহমদ লাশ উদ্ধারের বিষয়টি কওমি কণ্ঠকে নিশ্চিত করেছেন।