কওমি কণ্ঠ রিপোর্টার, হবিগঞ্জ :
পারিবারিক কলহের জের ধরে হবিগঞ্জে গলায় ফাঁস নিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন।
বুধবার (২৬ মার্চ) রাতে সদর উপজেলার করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যাকরীরা হলেন রুহুল আমিন (৩২) ও তার দ্বিতীয় স্ত্রী মুর্শিদা আক্তার (২৫)।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, নিজ ঘরে একসঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস লাগায় রুহুল আমিন ও মুর্শিদা আক্তার। কিছুক্ষণ পরে বিষয়টি টের পেয়ে স্বজনরা রুহুল আমিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আর মুর্শিদা ফাঁস লাগানো অবস্থায় ঘটনাস্থলেই মারা যায়।
আলমগীর কবির জানান, রুহুল আমিনের প্রথম স্ত্রীসহ তিন সন্তান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তারা গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।