সিলেট সীমান্তে যশোরের ৪ জন আটক

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি ৫২ ব্যাটালিয়নের আওতাধীন বড়গ্রাম বিওপি’র জোয়ানরা বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে বিয়ানীবাজারের বড়তল সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ৩ নারী রয়েছেন। তাদের সঙ্গে ৩ বছরের এক রয়েছে এক শিশু। 


আটকরা হলেন- যশোর জেলার বেনাপোল উপজেলার কাদমারী গ্রামের মিন্টু শেখের স্ত্রী মোছা. আয়শা খাতুন (৩৭), একই এলাকার লাল মিয়ার স্ত্রী রোকসানা খাতুন (৪০), ব্রাহ্মণবাড়িয়ার বাদশা শেখের স্ত্রী মোছা. রুমানা (২১) ও মৃত মুসা শেখের ছেলে মো. বাদশা শেখ (২৭)। তাদের সঙ্গে বাদশা শেখের ছেলে মো. মাহদী ইসলামও (৩) ছিলো।


বিজিবি জানায়, দালালের মাধ্যমে গত ৩ ডিসেম্বর কুমিল্লার বাগরা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এ ৫ জন।  পরে ত্রিপুরা থেকে বাসে গৌহাটি যাবার পথে কাস্টমস চেক পোস্টে ভারতীয় পুলিশের হাতে ধরা পড়েন। দুইদিন পর বৃহস্পতিবার ভোরে ভারতের সুতারকান্দি এলাকা দিয়ে বিয়ানীবাজারের বড়দল এলাকার সীমান্তের ১৩৫৯/৫ নং পিলারের কাছে তাদের আটক করে বিজিবি। 


পরে বিজিবি তাদের সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করে।


বিজিবি ৫২ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মেহেদী হাসান (পিপিএম) বলেন- ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।