কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে ভারতীয় তৈরি কাভেরি মেহেদিসহ দুজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দিবাগত মধ্যরাতে সিলেট এয়ারপোর্ট থানাধীন কাকুয়ারপাড় থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কাকুয়ারপাড়ের সমসু মিয়ার ছেলে মো. তাজির আলী (২১) ও একই গ্রামের মৃত আক্তার হোসেনের ছেলে মো. সামাদ হোসেন (২২)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, তাদের কাছ থেকে ২১ হাজার ৬০০ টাকার অবৈধ কাভেরি মেহেদি জব্দ করা হয়েছে।
পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।