৬ দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন

কওমি কণ্ঠ রিপোর্টার :

ভোকেশনাল থেকে উত্তীর্ণদের পলিটেকনিকের পাস করা প্রকৌশলীদের সঙ্গে একই গ্রেডে অন্তর্ভুক্তির হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহার, ২০২১ সালের নিয়োগপ্রাপ্ত সকল ক্রাফট ইন্সট্রাক্টরদেরকে কারিগরি অধিদপ্তর এবং সকল প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তরসহ ৬ দফা দাবিতে সিলেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে মহানগরের বন্দরবাজার এলাকায় সড়কে অবস্থান নিয়ে প্রায় ১ ঘণ্টা বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন তারা। সেখানে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদের আশ্বাসে আজকের কর্মসূচি প্রত্যাহার করা হয়। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান- তারা ৪ বছর ডিপ্লোমা করার পর চাকরিতে দশম গ্রেড পান। অথচ ভোকেশনাল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করে তারাও দশম গ্রেডে চাকরি পান। এটা বৈষম্য। এটিসহ আমাদের ৬ দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এ সময়ে দাবি আদায় না হলে আমরা কঠোর আন্দোলনের পথে হাঁটবো।  

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হোসাইন মো. আল-জুনায়েদ জানান- শিক্ষার্থীদের স্মারকলিপি আমরা গ্রহণ করেছি। স্মারকলিপিটি দ্রুত আমরা সংশ্লিষ্ট অধিদপ্তরের পাঠাবো।