কওমি কণ্ঠ ডেস্ক :
বালুর বদলে মাটি দিয়ে পাকা করা হচ্ছে সরকারি রাস্তা- এমন অভিযোগ পাওয়া গেছে সুনামগঞ্জের জগন্নাথপুরে। উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামে এলজিইডি’র অধীন রাস্তার ঢালাই কাজে এ অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা গেছে, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৬নং রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামে এলজিইডি প্রকল্পের অধীনে প্রায় ১ কিলোমিটার রাস্তা আরসিসি ঢালাইয়ের কাজ পেয়েছে ঠিকাদরী প্রতিষ্ঠান সালেহ ট্রেডার্স। ওয়ার্ক অর্ডার পাওয়ার পর কাজ শুরু করেন প্রতিষ্ঠানের মালিক সালেহ চৌধুরী।
সালেহ ট্রেডার্স'র প্রোপাইটর কাজের সিডিউল অর্থাৎ মান-নির্দেশিকা চরমভাবে উপেক্ষা করে চলেছেন। কাজে নিম্নমানের উপকরণ ব্যবহার করছেন। ফলে রাস্তার স্থায়িত্ব এবং নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে।
প্রকল্পের আওতায় রাস্তার জন্য যেসব উপকরণের ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে তা হলো- উচ্চমানের ভিট-বালু এবং অন্যান্য নির্মাণ উপকরণ। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান সালেহ ট্রডার্স কর্তৃপক্ষ পার্শ্ববর্তী কুশিয়ারা নদীর পাড় থেকে অনুপযুক্ত ও নিম্নমানের মাটি নিয়েই রাস্তার কাজ করছে। এই মাটি রাস্তার কার্পেটিং এবং ঢালাই কাজেও ব্যবহার করা হচ্ছে, যা রাস্তার স্থায়িত্বের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব উপকরণ দিয়ে রাস্তা তৈরি হলে, খুব শিগগির এটি দেভে যাবে এবং স্থানীয় জনগণের চলাচলে অসুবিধার সৃষ্টি হবে।
এ বিষয়ে উপজেলা এলজিইডি অফিসকে বার বার অবগত করা হলেও অজ্ঞাত কারণে কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে সালেহ চৌধুরী রাস্তার কাজ ইচ্ছেমত অনিয়ম করে যাচ্ছেন এবং রাস্তার নিম্নমানের কাজ অব্যাহত রেখেছেন বলে মিলেছে অভিযোগ।
এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ প্রদান করা হয়েছে।