কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক কক্ষ থেকে বিভিন্ন জিনিসপত্র চুরি করতে গিয়ে আটক হয়েছেন এক ব্যক্তি।
রবিবার (১৯ অক্টোবর) বিকালে প্রলয় দে (৪৬) নামের ওই চোরকে আটক করে ওসমানী হাসপাতালের পুলিশ বক্সের সদস্যরা।
প্রলয় দে সিলেট মহানগরের লালাদিঘীরপাড় এলাকার ১৭৯ নং বাসার মৃত কানু দে-এর ছেলে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার (এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- রবিবার বিকাল সাড়ে ৩টার দিকে প্রলয় দে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের ৩য় তলার ১৩নং ওয়ার্ডের চিকিৎসকের কক্ষ থেকে সার্জিকেল আইটেম, ইঞ্জেকশন, স্যালাইন, ব্লাড গ্লুকোমিটার চুরি করে পালানোর সময় ধরা পড়েন।
পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
.png) 
                     
                     
                     
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    