কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেট মহানগরের নয়াসড়ক এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নয়াসড়ক এলাকার স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের সামনে মো. রাসেল মিয়া (৩৫) নামে এক যুবকের পথ রোধ করে ৬/৭ জন ছিনতাইকারী তাকে মারধর করে সঙ্গে থাকা ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
খবর পেয়ে সোবহানীঘাট ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
জানা যায়, সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুভাগ গ্রামের বাসিন্দা মো. রাসেল মিয়া একটি কাজে বুধবার রাত ৯টার দিকে নয়াসড়ক দিয়ে যাচ্ছিলেন। ওই এলাকার স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের সামনে যাওয়ামাত্র ৬/৭ জন ছিনতাইকারী রাসেল মিয়ার পথ রোধ করে তাকে মারধর করে সঙ্গে থাকা ১০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এছাড়া অস্ত্রের ভয় দেখিয়ে বিকাশে থাকা ১৪ শ টাকাও উত্তোলন করে নিয়ে যায় ছিনতাইকারীরা।
পরে পথচারীরা আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক কওমি কণ্ঠকে বলেন- বিষয়টি মৌখিকভাবে আমাদের জানানো হয়েছে, থানায় এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তারপরও অভিযুক্তদের ধরতে চেষ্টা করছে পুলিশ।