ভাইয়ের হাতে ভাই খু ন : ময়মনসিংহ থেকে স্বামী-স্ত্রী গ্রেফতার

কওমি কণ্ঠ রিপোর্টার :

সিলেটের দক্ষিণ সুরমায় আপন ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় ঘাতক ভাই ও তার স্ত্রীকে র‍‍্যাবের সহায়তায় ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার (১০ মার্চ) সকালে তাদেরকে ময়মনসিংহ জেলার ভালুকা থানার মাস্টারবাড়ি এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা এ বাসায় ভাড়া থাকতেন।

গ্রেফতারকৃতরা হলেন- দক্ষিণ সুরমা থানাধীন ভরাউট রাজীবাড়ী এলাকার হাজি মনোয়ার হোসেনের বাড়ির মো. কালাম হোসেন (৩২) ও তার স্ত্রী নিনা বেগম (২০)। 

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- গত ২২ ফেব্রুয়ারি বাড়ে উঠানে আপন ভাই খসরু মিয়া (৩০)-কে স্ত্রীসহ মিলে বেধড়ক মারপিট করেন কালাম হোসেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খসরু। 

ঘটনার পর নিহতের স্ত্রী ফাহমিদা বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। তবে অভিযুক্তরা পালিয়ে গিয়ে ময়মনসিংহ জেলার ভালুকা থানার মাস্টারবাড়ি এলাকার একটি বাসায় গিয়ে ভাড়াটে হিসেবে বসবাস করতে শুরু করেন। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সাহায্যে তাদের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে সোমবার সকালে র‍্যাব-১৪ এর সহযোগিতায় দক্ষিণ সুরমা থানাপুলিশ তাদের গ্রেফতার করে।

মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান- গ্রেফতারের পর কালাম হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। পরে তাকে ও তার স্ত্রীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।