কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটের জৈন্তাপুরে বিবাহিত এক কিশোরী বাবার বাড়িতে আত্মহত্যা করেছেন। রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আত্মহত্যাকারী মাসুমা আক্তার (১৯) ১নং নিজপাট ইউনিয়ন হর্নি গ্রামের তাহির আলীর মেয়ে।
জানা যায়, প্রায় দুই মাস আগে পাশের গ্রামের রুবেল আহমদের সাথে বিয়ে হয় মাসুমার। কয়েকদিন আগে মাসুমা বাবার বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার সকালে মাসুমা ও তার ছোট ভাইকে বাড়িতে রেখে মা-বাবা পাশ্ববর্তী সবজি খেতে যান। মাসুমার ছোট ভাই বাড়ির উঠানে খেলা করছিল। দুপুরের দিকে সে তার বোনকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে ঝুলন্ত দেহ দেখতে পায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠায়।
পুলিশ বলছে- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। কী কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।