কওমি কণ্ঠ রিপোর্টার :
সিলেটে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। মোবারক আলী মোল্লা (৭০) নামের বৃদ্ধের ঝুলন্ত লাশ বুধবার (১২ মার্চ) বেলা ১১টায় সিলেটের শাহপরাণ থানাধানী ইসলামপুরের একটি কলোনি থেকে উদ্ধার করা হয়।
তিনি রশির মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
পুলিশ সূত্র জানায়, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে তারা গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের তার ছেলে-মেয়েরা বলছেন- তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। আত্মহত্যার কারণ খতিয়ে দেখছে পুলিশ।
শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন কওমি কণ্ঠকে বলেন- লাশের ময়না তদন্ত হবে এবং আত্মহত্যার কারণ খোঁজে বের করা হবে।